১৯ মার্চ ২০২৫, বুধবার

সিলেটবাসীকে সেলফি তোলার সুযোগ দিলেন পরীমণি

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

প্রিয় তারকা চিত্রনায়িকা নায়িকা তার সিলেটি ভক্তদের সুখবর দিলেন। জানালেন, তার সঙ্গে গল্প করার পাশাপাশি তোলা যাবে সেলফি। সামাজিকমাধ্যমে এ কথা পরী নিজেই জানিয়েছেন।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, পুত্র রাজ্যকে নিয়ে বিমানের দরজায় দাঁড়িয়ে আছেন।

তিনি ক্যাপশনে লিখেছেন, আমরা কিন্তু চলে এসেছি। প্রিয় সিলেটবাসী, আজ গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে সন্ধ্যার শোয়ে আপনাদের সাথে ‘মা’ সিনেমাটি দেখব আমরা! একসাথে সিনেমা উপভোগ, গল্প, সাথে হবে সেলফি।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ‘মা’ ছবিটি। এটি চলছে সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা ছিল পরীর। সেকারণেই সিলেট উড়ে গেছেন নায়িকা।

(এইদিনএইসময়/১১জুন/এলএ)

সর্বশেষ নিউজ