২২ মার্চ ২০২৫, শনিবার

মামলা প্রত্যাহার না করায় নারী ব্যবসায়ীকে হুমকির অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
spot_img
spot_img

ঢাকার সাভারে চাঁদা দাবির ঘটনায় করা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুরমা বেগম নামে এক ফল ব্যাবসায়ী এই মামলাটি করেন। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

এজহার সূত্রে জানা যায়, উপজেলার গেন্ডা এলাকায়  মৌসুমী ফল বিক্রির ব্যবসা করেন সুরমা বেগম। কিন্তু সেখানে ব্যবসা পরিচালনা করার সময় স্থানীয় ইউসুফ আলী চুন্নুসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। পরে তিনি বিষয়টি নিয়ে পেনাল কোর্টে মামলা করলে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে তাকে হুমকি প্রদান করে আসছিল অভিযুক্তরা। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ জুন বিবাদী আইয়ুব আলী তাকে মামলার ব্যাপারে কথা বলার জন্য ডেকে কৌশলে আরেক বিবাদী ইউসুফ আলী চুন্নুর মালিকানাধীন আড়তে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক আমি অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি- এই মর্মে আমার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে এবং সেটি দূর থেকে মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করে। পরে বিবাদী ইউসুফ আলী চুন্নু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সেই ভিডিও আপলোড করে।

পরে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে কোন সুরাহা না পেয়ে থানায় অভিযোগ করেন বলে জানান ভুক্তভোগী ওই নারী।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

(এইদিনএইসময়/১১জুন/এলএ)

সর্বশেষ নিউজ