ট্রাকের চালক বাবা ও হেলপার ছেলে। ঢাকা থেকে মধ্যরাতে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক নিয়ে বাপ বেটার যাওয়ার কথা ছিল নাটোরে। কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অজ্ঞাত এক গাড়ির পেছনে মেরে দিলে সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা বাবা খোকন মিয়া সামান্য আহত হলেও পাশে হেলপারের আসনে বসে থাকা ছেলে আবির হোসেন (২২) গুরুতর আহত হন। দ্রুত তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবির নাটোর জেলার বাসমারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শেষ রাতের দিক হওয়ায় ঘুমে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি গাড়ির পেছনে মেরে দিলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ছেলের মৃত্যুর পর চালক বাবা খোকন মিয়া বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
(এইদিনএইসময়/১১জুন/এলএ)