ষাটোর্ধ্ব মুশতাককে ডিভোর্স দিলেন আইডিয়ালের এইচএসসির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা। খন্দকার মুশতাক আহম্মেদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল এর গভর্নিং বডির দাতা সদস্য আর সিন্থিয়া অই স্কুল এন্ড কলেজের এইচএসসির ছাত্রী।
আর গতকাল (১১জুন) সিনথিয়া তাকে ডিভোর্স দেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি একজন প্রতারক, নারী লোভী, নির্যাতনকারী ও বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তি হিসেবে।এছাড়াও তার বিরুদ্ধে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও আনা হয়।
তারপক্ষে ডিভোর্সের কাজ সম্পন্ন করেন এডভোকেট মোঃ শাহ্ আজিজার রহমান, জর্জ কোর্ট, ঠাকুরগাঁও।
এ প্রসঙ্গে জানতে চাইলে মেয়েটির বাবা সাইফুল ইসলাম বলেন, আমার কন্যা মুশতাক আহমেদকে ডিভোর্স দিয়েছে। কারণ হচ্ছে তার বয়স ৭০ এর বেশি। এ যাবত সে ছয়টি বিয়ে করেছে। কোন বউয়ের সঙ্গে তার সম্পর্ক নাই।
পাশাপাশি তিনি আরও বলেন, আমাকে বিভিন্ন মাধ্যম থেকে ফোন করা হয়। অধিকাংশই তার লোক। ফোন দিয়ে আমাকে হুমকি এবং নানা বাজে কথা বলা হয়।
মেয়ের বাবা জানান আমার মেয়ে পড়াশুনায় খুব ভালো ছিলো, বরাবর সব পরীক্ষায় জিপিয়ে ৫পেয়ে এসেছে। আমার স্বপ্ন ছিলো তাকে ডাক্তার বানাব কিন্তু এই খন্দকার মুশতাকের জন্য তা হল না। সে আমার মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে দিছে।
তিনি আরও উল্লেখ করেছেন ফেসবুকে নুড ভিডিও করে ব্ল্যাকমেইল করে তার মেয়েকে জিম্মি করে মুশতাক বিয়ে করেন। এছাড়া তিনি আর কোন কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ২০২৩ ১০লক্ষ টাকা দেনমোহর এবং ২লক্ষ টাকা উসুল দিয়ে তাদের বিয়ে হয়। কিছুদিন আগে মতিঝিলের একাদশ শ্রেণির এই ছাত্রী ও মুশতাকের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
(এইদিনএইসময়/১২জুন/তাবী)