২২ মার্চ ২০২৫, শনিবার

মৌলভীবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে আবেদ আহমদ (২১) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামে ঘটনাটি ঘটে।

আবেদ ওই গ্রামের মো. চেরাগ মিয়ার ছেলে। তিনি একজন মৃগী রোগী ছিলেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, আবেদ ৪ বছর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। দুপুর ১টার দিকে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে নামে আবেদ। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবেদকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, আবেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(এইদিনএইসময়/১২জুন/এলএ)

সর্বশেষ নিউজ