অল্প সময়েই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গাইবান্ধার সেই পটল মিষ্টির ব্যবসাপ্রতিষ্ঠান ‘দই ঘর’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মানবদেহের জন্য মারত্মক ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করে পটল মিষ্টি তৈরির অপরাধে এই জরিমানা করা হয়।
সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর ও গাইবান্ধার যৌথ অভিযানিক দল এই জরিমানা করেন।
সম্প্রতি গাইবান্ধা সাদুল্লাপুরের দই ঘরের এই পটল মিষ্টি নিয়ে দেশের একাধিক সনামধন্য গণমাধ্যম অধিক ভিও পেতে তাদের ইউটিউব চ্যানেলে ফলাও করে প্রচার করে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবেও একাধিক মাধ্যমে প্রচার করা হয়। যার প্রভাব পড়ে স্থানীয় সাধারণ ভোক্তাদের মাঝে।
অভিযানে সাদুল্লাপুরের আরো দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান সাদুল্লাপুর মিষ্টান্ন ভাণ্ডারকে তাদের উৎপাদিত খাদ্যপন্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং খুচরা মূল্য না থাকায় ১৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে নিরিবিলি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ গাইবান্ধার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাফিজুর রহমান বলেন, মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার করে পটল মিষ্টি তৈরি করার দায়ে সাদুল্লাপুরের দই ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সেখানকার আরো দুটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, পটল মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের এ পর্যন্ত উৎপাদিত মিষ্টি বিক্রি না করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। একই সাথে অনুনোদিত রং ও ফ্লেভার ব্যবহার করে মিষ্টি তৈরি না করতেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এইদিনএইসময়/১২জুন/এলএ)