২২ মার্চ ২০২৫, শনিবার

উনি কি ইন্তেকাল করেছেন বলে সিইসি যে মন্তব্য করেছেন তা দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন : ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যার্থ এবং হাতপাখা প্রতিকের প্রার্থীকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না করে গণমাধ্যমের সাথে হাতপাখা প্রতিকের প্রার্থীর উপরে হামলার বিষয়ে অসংলগ্ন মন্তব্য করায় প্রধান নির্বাচন কমিশনারকে দ্রুত পদত্যাগের আহবান জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

আজ ১৩ জুন, মঙ্গলবার, গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির উপরোক্ত আহবান জানান।

বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, নির্বাচন কমিশন তাঁদেরকে একটি পরিক্ষা দেবার সুযোগ চেয়েছিলেন, কিন্তু ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অবাধ, নিরপেক্ষ, পেশিশক্তির প্রভাব মুক্ত, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যার্থ হয়ে তারা সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। বরিশালের ভেটার ও প্রার্থীদের প্রত্যাশা পুরনে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যার্থ হয়েছেন।

বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের আশ্বাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর জনগনের দাবীর মুখে নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু প্রশাসনের নিরবতায় নির্বাচনের দিন সরকার দলীয় প্রার্থীর পক্ষের পেশীশক্তির কাছে দুই বার আক্রান্ত হওয়া দুঃখজনক ঘটনা।

পাশাপাশি “উনি কি ইন্তেকাল করেছেন” বলে সিইসি যে মন্তব্য করেছেন তা দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন”। সিইসি’র এই মন্তব্য দেশবাসীর হৃদয় আঘাত হেনেছে। এই মন্তব্যের জন্য জাতীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা জনদাবীতে পরিনত হয়েছে।

 

(এইদিনএইসময়/১৩জুন/তাবী)

সর্বশেষ নিউজ