২২ মার্চ ২০২৫, শনিবার

ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এতে তিন দিনের বদলে ঈদের ছুটি হবে চার দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় উপস্থিত ছিলেন।

তাছাড়া, কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

(এইদিনএইসময়/১৩জুন/এলএ)

সর্বশেষ নিউজ