২২ মার্চ ২০২৫, শনিবার

জনসচেতনতাই দুর্নীতি রুখবে: দুদক সচিব

রংপুর প্রতিনিধি
spot_img
spot_img

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের অন্যতম পূর্বশর্ত দুর্নীতি নির্মূল করা উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের সচিব মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও জনসচেতনতাই রুখবে দুর্নীতি।

মঙ্গলবার তিনি রংপুরে ‘রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুদক সচিব আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি পরিসেবা যে কোন মূল্যে নিশ্চিত করতে হবে। এছাড়া সরকারি কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় গণশুনানিতে আরও বক্তব্য দেন- দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, মেট্রো পলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, ডিআইজি (রেঞ্জ) রংপুর আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল করিম, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান।

গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর। সরকারি পরিসেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল অভিপ্রায়।

গণশুনানিতে রংপুরের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার, সেবাপ্রত্যাশী জনসাধারণ দৃঢ়তার সাথে কমিশনের ঊর্দ্ধতন কর্মকর্তার নিকট অভিযোগ উত্থাপন করেছেন। তাদের অভিযোগসমূহ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা শুনেছেন এবং কিছু অভিযোগের সমস্যা সমাধান করার জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন। অন্যান্য অভিযোগের বিষয়ে পরবর্তীতে কমিশন কর্তৃক যাচাই-বাছাই সাপেক্ষে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয়া হয়।

গণশুনানিতে হাসপাতাল, পাসপোর্ট, বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, পরিবেশ অধিদপ্তর, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নেচকো, নির্বাচন অফিস, রূপালী ব্যাংক, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ইউনিয়ন পরিষদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা,গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস, জনস্বাস্থ্যসহ ৩০টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ৭৮ টি অভিযোগ পাওয়া যায়; তন্মধ্যে ৪৫টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। উপস্থাপিত ৪৫ টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। এই গণশুনানি রংপুরে সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে স্বতঃস্ফুর্তভাবে সম্পন্ন হয়েছে।

(এইদিনএইসময়/১৩জুন/এলএ)

সর্বশেষ নিউজ