১৬ অক্টোবর ২০২৪, বুধবার

নিজের জন্মদিনে ছেলের সাথে কেক কাটবেন পরী

বিনোদন প্রতিবেদক
spot_img
spot_img

 

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। তার জন্মদিন ঘিরে থাকে নানা আয়োজন। প্রতিবছর চমকপ্রদ আয়োজনের মধ্য দিয়ে হাজির হন এ অভিনেত্রী। এবারের জন্মদিন যেন একেবারেই অন্যরকম তার জীবনে। কেননা স্বামী-সন্তান নিয়ে প্রথমবারের মতো জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন তিনি।

২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। হাতে বাকি দিন পাঁচদিন। জানা গেছে, প্রতিবারের মতো এবারও থাকছে ড্রেস কোড। প্রতিবছর কাছের মানুষ ও বন্ধুদের নিয়ে কেক কাটতেন। তবে এবার কাটবেন ছেলে রাজ্যর হাত ধরে।

সংবাদমাধ্যমে পরী বলেন, এবারের জন্মদিন তিনি উদ্‌যাপন করবেন না ভেবেছিলেন। রাজ্যর বাবা শরিফুল রাজ তার আসন্ন সিনেমা ‘দামাল’র প্রচারণায় ব্যস্ত। ছেলেকে নিয়ে একা এত কিছু কীভাবে সামলাবেন? তবে পরক্ষণেই নাকি তার মন ভেবে বসেছিল জন্মদিন উদ্‌যাপন না করলে কষ্ট পাব। নিজেকে কষ্ট দেয়া যাবে না।

গেল বছর বিমানের ককপিটের নকশায় সাজানো হয়েছিল তার জন্মদিনের পার্টি। সেখানে লেখা ছিল ‘ফ্লাই উইথ পরীমনি’। তবে এবার কী চমক দেখাবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সর্বশেষ নিউজ