গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের এক বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোর নয়ন (১৭) নারায়ণগঞ্জ জেলার সদর থানার শ্রীকৃষ্ণের ছেলে।
কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যাত্রাবাড়ি থানার ডাকাতির প্রস্তুতি (দস্যুতা) মামলার আসামি হিসেবে দুই বছর যাবত টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল কিশোর নয়ন। সোমবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এহিয়াতুজ্জামান মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয় নয়ন। পরে তাকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরে ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে ও সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
টঙ্গী পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি আমাকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এইদিনএইসময়/১৩জুন/এলএ)