২২ মার্চ ২০২৫, শনিবার

স্যান্ডেলে মিলল দেড় হাজার ইয়াবা, আটক ১

নোয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে অভিযান চালিয়ে আলা উদ্দিন (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার পায়ে থাকা স্যান্ডেল থেকে বিশেষ কায়দায় আনা ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে তার বিরুদ্ধে মামলা চরজব্বার থানায় হস্তান্তর করা হয়। আটক আলা উদ্দিন উপজেলার চর মজিদ গ্রামের সেরাজুল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে সোমবার রাতে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের ইতালি মার্কেট এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় কবিরহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজিকে সন্দেহজনকভাবে থামার জন্য সিগনাল দিলে সে সিগনাল অতিক্রম করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই গাড়িটির অবস্থান শনাক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবস্থান শনাক্ত হওয়ার পর দ্বিতীয় দফায় জেলা সুবর্ণচর উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানকালে মঙ্গলবার দুপুরে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের হাজী আবুল কাশেমের সুবর্ণ ফিলিং স্টেশন এর সামনে থেকে চালক আলা উদ্দিনসহ সিএনজিটি আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক আলাউদ্দিন তার পায়ে থাকা স্যান্ডেলের মধ্যে ইয়াবা রয়েছে। তার তথ্যেরভিত্তিতে দুটি স্যান্ডেল থেকে ৭৬০ পিস করে মোট ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার সিএনজি গাড়ি ও মোবাইলটিও জব্দ করা হয়েছে। সে এবং যার কাছে ইয়াবাগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

(এইদিনএইসময়/১৩জুন/এলএ)

সর্বশেষ নিউজ