রাজধানীতে মেরুল বাড্ডায় একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- ৩৩ বছর বয়সী বৃষ্টি আক্তার এবং তার ১০ বছর বয়সী মেয়ে সানজা মারওয়া।
বুধবার (১৪ জুন) ভোরে মেরুল পূর্ব বাড্ডা এলাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা একটি আট তলা আবাসিক ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তাদের শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা। এ ঘটনায় বৃষ্টির স্বামী সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
সকালে বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন বলেন, ভোরে অচেতন অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এখনো সুরতহাল হয়নি।