আজ (১৪জুন) সকালে নিজেদের ৭০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। মিরপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল দশটায়। বিপক্ষ দল আফগানিস্তান। ২০১৯ সালের পর এই প্রথম সফরকারীদের সাথে সাদা পোশাকের খেলায় মুখোমুখী হল টাইগাররা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। কিন্তু দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরা জাকির হাসান। আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের বলে খোঁচা দিয়েই তিনি উইকেটরক্ষকের তালুবন্দি হয়েছেন। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছেন স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এবাদাত হোসেন, জাকির হাসান, শরিফুল ইসলাম।
(এইদিনএইসময়/১৪জুন/তাবী)