৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: সেই আবদুল হাইয়ের বাড়িতে ঝুলছে তালা

বাগেটহাট প্রতিনিধি
spot_img
spot_img

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর বিশাল বাড়িতে ঝুলছে তালা। তার বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আড়ুয়াঢিহি গ্রামে।

প্রতিবেশীরা জানায়, বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। সেখানে কেউ থাকে না। বছরখানেক আগে এই বাড়িতে এসেছিলেন আবদুল হাই। মাঝমধ্যে তার ছোট ভাই এলেও রাতে থাকেন না।

দুতলা বাড়িটি মোল্লাহাট ও পাশের চিতলমারী উপজেলার অধিকাংশ মানুষ এক নামে চেনেন। বাড়ির প্রধান ফটকের পশ্চিম পাশে লেখা ‘শেখ হামিদ ও ছাবেদা ভিলা’। তারা দুজন আবদুল হাইয়ের বাবা-মা। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়। এলাকার মানুষের কাছে তিনি বাচ্চু সাহেব নামে পরিচিত।

এলাকাবাসী জানায় , শেখ আবদুল হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে অভিযোগপত্র দিয়েছে, তা তাদের বেশির ভাগই জানে না। এলাকার বহু মানুষকে তিনি বেসিক ব্যাংকে চাকরি দিয়েছেন বলে তারা জানালেন। তারা মনে করেন, তিনি সরকারি দলের কাছের লোক। মামলা হোক আর যাই হোক, তার কিছু হবে না।

গ্রামের পশ্চিমপাড়ার কৃষক তরিকুল গণমাধ্যমকে বলেন, তার এক চাচাত ভাই আবদুল হাইয়ের কল্যাণে বেসিক ব্যাংকে চাকরি পেয়েছেন। তিনি এলাকায় এলে তো মানুষের লাইন পড়ে যেত!

একই পাড়ার তরুণ বাপ্পি মোল্লা বলেন, বাচ্চু সাহেব তো এলাকায় তেমন আসেন না। তার ছোট ভাই আসেন। তবে শুনেছি, এখন নাকি তিনি (শেখ আবদুল হাই) একটু বিপদে পড়েছেন।

এই বাড়ির কেয়ারটেকার জাবের আলী শেখ। তিনি আবদুল হাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে। তিনি বলেন, তিনি কানে শুনতে পান না। তিনি যে বাড়ির কেয়ারটেকার- তাও অস্বীকার করেন। একপর্যায়ে তার স্ত্রী এসে বলেন, আমরা দূরের আত্মীয়। এখানে তাদের কেউ থাকেন না। শুনছি মাঝেমধ্যে আসেন। আমার স্বামী ছোটবেলায় ঢাকায় ওনাদের ফ্যাক্টরিতে কাজ করতেন।

শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর মুঠোফোনে বলেন, তিনি বেসিক ব্যাংকে চাকরি করেন। আবদুল হাই দেশে নেই। বিদেশে ছিলেন বলে তিনি জানতেন। দেশে ফিরেছেন, এমন কোনো খবর তার কাছে নেই।

(এইদিনএইসময়/১৪জুন/এলএ)

সর্বশেষ নিউজ