২২ মার্চ ২০২৫, শনিবার

রাহমান কেমিক্যালের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাহমান কেমিক্যালের পরিচালক স্বপন কুমার মিস্ত্রির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা না দেয়া, জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনসহ অবৈধ সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

দুদকের তদন্তে উঠে এসেছে, স্বপন কুমার মিস্ত্রি তার সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আদেশ দেয়। ২০২১ সালের ২৪ আগস্ট নোটিশসহ সম্পদ বিবরনী ফরম স্বপন কুমার মিস্ত্রির কাছে পাঠানো হলেও স্বপন তিনি তা জমা দেননি। নির্ধারিত সময়ে নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল না করে স্বপন কুমার মিস্ত্রি শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদকের তদন্ত সূত্রে জানা গেছে, আসামি স্বপন কুমার মিস্ত্রি নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত কবলা দলিল মূলে ২০১৭ সালের ২১ মার্চ ২০০.৫৩ শতাংশ জমি তিন কোটি ৬৮ লাখ পঁচিশ হাজার কিনেছেন। এছাড়া স্বপন কুমার মিস্ত্রির নামে ব্যবসার পুঁজি, সাউথ বেঙ্গল অ্যাসোসিয়েশনের শেয়ার, নগদ, ব্যাংক, অন্যান্য জমা, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ ৫০ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। আয়কর বিবরণী পর্যালোচনায় আসামি একাধিক খাত হতে দেখানো আয়সমূহের ক্ষেত্রে ব্যবসা বা পেশা সংক্রান্ত কোন দালিলিক রেকর্ডপত্র উপস্থাপন করতে পারেননি। ফলে আয়ের গ্রহণযোগ্য উৎস তদন্তকালে পাওয়া যায়নি। গত ২০১৪-২০১৫ কর বছর থেকে ২০১৯-২০২০ কর বছর পর্যন্ত মোট ৩৭,৬০,৬৬৩ টাকার পারিবারিক ও অন্যান্য ব্যয় দেখিয়েছেন তিনি। গ্রহণযোগ্য আয় না থাকায় তার সঞ্চয় পাওয়া যায়নি।

আসামি স্বপন কুমার মিস্ত্রি স্থাবর এবং অস্থাবর সম্পদ মিলে মোট চার কোটি ১৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদের মালিকানা অবৈধভাবে অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

(এইদিনএইসময়/১৪জুন/এলএ)

সর্বশেষ নিউজ