২২ মার্চ ২০২৫, শনিবার

টঙ্গীতে তুরাগ পাড়ের এক কিলোমিটার বেদখল জমি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
spot_img
spot_img

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অভিযান চালিয়ে বেদখল হওয়া এক কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। বুধবার দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে পাগাড় এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় নোমান গ্রুপের জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস কারখানার সীমানা প্রাচীর, টিনশেডের চিড়িয়াখানাসহ কয়েকটি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় তুরাগ নদীর এক কিলোমিটার জায়গা। অভিযানে সহযোগিতা করে টঙ্গী পূর্ব থানা ও নৌ-পুলিশ।

নদী রক্ষায় এ অভিযান নিয়মিত চলবে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, নোমান গ্রুপের জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস কারখানার ভেতরে নদীর সীমানা পিলার রয়েছে। কারখানা কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে পিলারের মাঝখান দিয়ে স্থাপনা নির্মাণ করে ফেলেছে। এই নদীর তীরবর্তী অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে নদীর যে গতিপথ সেটি উদ্ধার করা হবে এবং বিআইডব্লিউটিএ থেকে এখানে ইকো পার্কের পরিকল্পনা করা আছে। এছাড়াও ওয়াকওয়ে তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ নদী পাড়ের প্রকৃতি উপভোগ করতে পারে।

তবে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস কারখানা কর্তৃপক্ষের দাবি, বিনা নোটিশে উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এতে কারখানাটির প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আমিরুজ্জামান চৌধুরী বলেন, স্থাপনা ভাঙ্গার বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। তা সত্ত্বেও বিআইডব্লিউটিএ বিনা নোটিশে স্থাপনা ভেঙে ফেলছে৷ এছাড়াও তারা ডিমারগেশন না করেই এই উচ্ছেদ অভিযান করছে। আমাদের দাবি জায়গা মেপে বুঝিয়ে দেয়া হোক।

(এইদিনএইসময়/১৪জুন/এলএ)

সর্বশেষ নিউজ