২২ মার্চ ২০২৫, শনিবার

মাটির ঘরের মেঝে খুঁড়তেই বেড়িয়ে এলো গ্রেনেড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
spot_img
spot_img

গাজীপুরের কালিয়াকৈরে পুরাতন মাটির ঘরের মেঝে থেকে গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেনেডটি ওই মাটির ঘরের মেঝে খুঁড়তে গিয়ে একটি হাঁড়ির ভেতর পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা রহিজ মিয়া তার নতুন বাড়ি তৈরির জন্য পুরোনো একটি মাটির ঘর ভাঙছিলেন। এসময় ঘরের মেঝের কিছু  অংশ  খুড়তেই মুখ বন্ধ করা একটি মাটির হাঁড়ি পাওয়া যায়। পরে বাড়ির লোকজন সেটা বের করে বোমের মতো একটি বস্তু দেখতে পান। সঙ্গে সঙ্গে ঘটনাটি আশপাশে ছড়িয়ে গেলে লোকজন এসে ভিড় জমান। পরে পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ  ফাঁড়ি পুলিশ তাৎক্ষণিক এসে গ্রেনেডটি উদ্ধার করে দীর্ঘ সময় পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখে।

কলিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটিকে পানিভর্তি একটি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।

(এইদিনএইসময়/১৪জুন/এলএ)

সর্বশেষ নিউজ