২২ মার্চ ২০২৫, শনিবার

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: দেশ ছেড়ে পালিয়েছেন আব্দুল হাই বাচ্চু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

শেষ পর্যন্ত আসামির তালিকায় নাম আসবে, এ খবর আগাম জানতে পেরেই দেশ ছেড়েছেন বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূলহোতা শেখ আব্দুল হাই বাচ্চু। শুধু তাই নয়, দেশ ছাড়ার আগে কিছু সম্পদও বিক্রি করে দিয়েছেন। গোয়েন্দা তথ্য বলছে, বাগেরহাটে গ্রামের বাড়িতেও নেই দুর্নীতি দমন কমিশনের ৫৮ মামলার এই আসামি।

রাজধানীর বনানীর এ আবাসিক ভবনটি শেখ আব্দুল হাই বাচ্চুর। এখানে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। দুদকের কাছেও তার এই ঠিকানা। বুধবার এ বাড়িতে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এখানে থাকেন না। অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মী এমনটিই জানিয়েছেন।

সূত্র জানায়, দুদক বাচ্চুকে শেষ পর্যন্ত আসামি করতে পারে- এমন খবর তার কাছে ছিল। এসব জানতে পেরে আগেই দেশে থাকা তার কিছু সম্পদ বিক্রি করে দেন। বনানীর ছয় তলা ভবনের সব ফ্ল্যাট বিক্রি করে দেন বাচ্চু।

গোয়েন্দা তথ্য বলছে, সবশেষ বাচ্চুর কানাডায় একটি বাড়ির তথ্য পাওয়া গেছে।

আবদুল হাই বাচ্চুকে আইনের মুখোমুখি দাড় করানোর চেষ্টা চলছে বলে জানান দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।

২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত বেসিক ব্যাংক কেলেঙ্কারির তথ্য প্রথম ফাঁস হয় বাংলাদেশ ব্যাংকের তদন্তে। এরপর ২০১৫ সালে ৫৯টি মামলা করে দুদক। কিন্তু এসব মামলায় বাচ্চুকে বাদ দিয়ে ১২০ জনকে আসামি করা হয়। আট বছর পর অবশেষে ৫৮টি মামলার অভিযোগপত্রে আসামি হন বাচ্চু।

(এইদিনএইসময়/১৫জুন/এলএ)

সর্বশেষ নিউজ