২২ মার্চ ২০২৫, শনিবার

আল-কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তার ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আলকায়েদার হাতে অপহৃত জাতিসংঘে বাংলাদেশি কর্মকর্তা একেএম সয়ফুল আনামের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ১৬ মাস আগে যুদ্ধবিধস্ত ইয়েমেন থেকে অপহরণ করা সয়ফুল আনামের কথা সম্বলিত একটি ভিডিও প্রকাশ করেছে আলকায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে এএফপি।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেও একেএম সয়ফুল আনামের একটি ভিডিও প্রকাশ হয়েছিল।

গত জুন রেকর্ড হওয়া সবশেষ ভিডিওতে নীল শার্ট পরা একেএম সয়ফুল আনাম নিজেকে জাতিসংঘের নিরাপত্তা বিভাগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে নিজের মুক্তি দাবি করেন। তার সঙ্গে আরও দুজন অপহৃত ব্যক্তি গুরুতর অসুস্থ বলেও জানান তিনি। গত জুন রেকর্ড করা হয় ভিডিওটি। তবে কীভাবে কাদের সহযোগিতায় এটি করা হয়েছে সম্পর্কে কিছু জানা যায়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে একেএম সয়ফুল আনামসহ পাঁচজনকে অপহরণ করে আলকায়েদার ইয়েমেনি শাখা। ওই সময় তারা মাঠ পরিদর্শনের কাজ শেষে বন্দরনগরী এডেনে ফিরছিলেন।

আলকায়েদা ইয়েমেনে সরকারপন্থি বিদ্রোহী উভয়পক্ষের বিরুদ্ধে লড়ছে। এমনকি বিদেশিদেরও লক্ষ্যবস্তু বানায় তারা। ইয়েমেন যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে লাখ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। তবে প্রায় ছয় মাস হলো, জাতিসংঘের মধ্যস্থতায় শান্তিপ্রক্রিয়া শুরু হওয়ার পর দেশটিতে কিছুটা সংঘাত কমেছে। গত এপ্রিলে যুদ্ধবিরতি চালু হয়েছে।

 

 

(এইদিনএইসময়/১৫জুন/তাবী)

সর্বশেষ নিউজ