২২ মার্চ ২০২৫, শনিবার

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত আরও ৩

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত হয়েছেন আরও ৩।

আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন মহিলা ও একজন শিশু। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। এ সময় আহত দুই যাত্রীকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়।

(এইদিনএইসময়/১৫জুন/তাবী)

সর্বশেষ নিউজ