৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

আর্থিক অনটন আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীর এই করুণ দশা

spot_img

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারীই উনিয়নের রিপন আলী। এক দূর্গম চর এলাকা থেকে উঠে আসা নক্ষত্র। শত প্রতিকূলতা পেরিয়ে, দারিদ্র্যের বেড়াজাল ডিঙ্গিয়ে, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। কিন্তু রিপনের স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়ালো আর্থিক সংকট। ভর্তির পর থেকেই হতাশা গ্রাস করে তাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ তার বিষয়ে জানাচ্ছে, অন্তর্মুখী স্বভাব এবং স্বভাবজাত একাকিত্ব, নতুন পরিবেশকে বৈরি করে তোলা, বন্ধুত্ব করতে না পারা, অভাব ও আর্থিক অনটন এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে রিপন। জোড়াতালির জীবনে ওভারথিংকিং অভিশাপ হয়েই আসে হয়তো।

আবাসিক হলে এক সঙ্গে থেকেছেন এমন একজন জানান, গত কয়েক মাস ধরে তার দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল। কী হবে সামনে। কী হবে পাশ করে। অন্যের কষ্ট, বেকার সমস্যা, অন্যের হতাশা তাকেও পেয়ে বসে। বলা চলে

তা নাহলে শুরুতেই শেষের চিন্তায় কাবু হয়ে যায় সে। কল্পনায় অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবতে থাকা রিপন মানসিক ভারসাম্য হারাতে শুরু করে করোনা কালেই। শুরুতে নিয়ন্ত্রণে রাখা গেলেও গত ছয় মাস যাবৎ তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজশাহী মেডিকেলে প্রাথমিক চিকিৎসা হয়েছে। সেখানে এমআরআই করে কোনো কিছু না পাওয়ায় চিকিৎসা আর এগোয়নি। অতি দরিদ্র পরিবার, দিন মজুর বাবা, গার্মেন্টসকর্মী বড় ভাইয়ের পক্ষে সম্ভব হয়নি যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা।

অনেক দিন থেকেই রিপন কথা বলা বন্ধ করে দিয়েছে। খাবার খাওয়াতে হয় জোর করে। ধরে বেধে।

যে হতাশা থেকে রিপন অসুস্থ হয়ে পড়ল, তাকে এখন অর্থ সংকটের কারণে ভালো চিকিৎসাও করানো যাচ্ছে না। অর্থ চিকিৎসায় বড় বাধা এখন।

গতকাল পাবনা মানসিক হাসপাতাল তাকে ভর্তি না নিয়ে রিজেক্ট করেছে। এরপর সেখান থেকে তাকে ঢাকা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

রিপনের পরিবারের পক্ষে তাকে সারিয়ে তুলতে যে অর্থ ব্যয় হবে তা বহন করার সামর্থ্য নেই।

রিপনের চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার বড় ভাই।

রিপন সুস্থ্য হয়ে ফিরে যাক ক্যাম্পাসে। সবার সহযোগিতায় রিপন ফিরে আসুক, ভরসা পাক।

 

নাম: রিপন আলী

সাবজেক্ট: ইসলামিক স্টাডিজ

পরীক্ষা রোল: ৩৩০৬

সেশন: ২০১৮-১৯

হল: সলিমুল্লাহ মুসলিম হল।

সাহায্যের জন্যফ: জলুর রহমান (রিপনের বড় ভাই)

বিকাশঃ 01615989215ন গদঃ 01966261457র কেটঃ019662614578

সর্বশেষ নিউজ