১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ভাইফোঁটা, রাখী বন্ধন, করওয়া চৌথকে সবার উৎসব করা উচিত

আনিস আলমগীর
spot_img
spot_img

 

১. হিন্দু ধর্মের বোনেরা যমরাজের নজর থেকে ভাইদের জীবন সুন্দর এবং সুরক্ষাময় করতে ভাইফোঁটার উৎসব পালন করেন। শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি উপলক্ষে এইদিন সকালবেলা উপোস থেকে ভাইদের কপালে চন্দনের ফোঁটা এবং ভুরুতে কাজল দিয়ে পালিত হয় এই উৎসব। বাংলাদেশেও এই উৎসব পালন করা হচ্ছে, ভাইয়ের দীর্ঘায়ু কামনায়।

২. ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের আরেকটি উৎসব হল রাখী বন্ধন উৎসব। বিভিন্ন ধর্ম নির্বিশেষে হিন্দু, জৈন ও শিখরা এই উৎসব পালন করে থাকেন। বোনেরা মঙ্গল কামনা করে তাদের ভাইয়ের হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি হল তাদের মধ্যেকার স্নেহের, ভালোবাসার প্রতীক। বোনেরা বিশ্বাস করে যে এই রাখী বন্ধনের মাধ্যমে ভাইয়েরা তাদের বোনদের রক্ষা করবেন।

৩. স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে করওয়া চৌথ (Karwa Chauth) উৎসব পালন করে উত্তর ভারতীয় মহিলারা। বিবাহিত নারীরা প্রার্থনা করেন ও নির্জলা উপবাসে রাখেন। রাতে পূজো এবং চাঁদ দর্শনের পর, স্বামীর হাত থেকে পানি পান করে উপবাস ভঙ্গ করেন। বলা চলে হিন্দি সিনেমা ও সিরিয়ালের জন্যে এই উৎসব আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে সারা ভারতে।

আমার ধারণা এই উৎসবগুলো ধর্ম নির্বিশেষে বাংলাদেশেও পালন করা হলে ভাইবোনের মধ্যে সম্পর্ক, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। প্রার্থনা যে যার প্রতিপালকের কাছে করলেই হল। ধর্মীয় দিক থেকে মুসলমানদের এটা নিয়ে বিতর্কেরও সুযোগ নেই, কারণ এখানে কোনো মূর্তির পূজা নেই।

#ডিজিটাল_ডায়েরি

সর্বশেষ নিউজ