- “কুড়িগ্রাম থেকে আসা ৬০ বছরের বৃদ্ধ হেকমত আলী বলেন-বাস বন্ধ থাকায় সমাবেশে আসতে খুব কষ্ট হয়েছে। নৌকায় করে নদী পার হয়েছি। তারপর মাইলের পর মাইল হেঁটেছি। যখন দেখি আর হাঁটতে পারছি না তখন আমার সঙ্গের একজন আমাকে কোলে নিয়েছে। এভাবেই রংপুরে আসি। রাতে সমাবেশস্থলের একপাশে কাঁথা বালিশ নিয়ে ঘুমিয়ে যাবো।” বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে এভাবেই হেকমত আলীর মতো অনেকে বিকল্প উপায়ে রংপুর পৌঁছলেন। কোনো বাঁধাই তাদের আটকাতে পারেনি।