সাবেক আমলাদের সাথে বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খুলছে না বিএনপি
সাবেক পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা।শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় গুলশানে বিএনপি চেয়ার পারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন।
বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খুলছেন না বৈঠকে উপস্থিত সাবেক আমলা ও বিএনপি নেতারা। এ বৈঠক সম্পর্কে কিছু জানেন না বলে ঢাকা টাইমসকে জানান বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্যরাও।
বৈঠকে উপস্থিত সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ বৈঠকের সত্যতা স্বীকার করে ঢাকা টাইমসকে বলেন, আমরা অনেক একসাথে হই না। তাই অনেকদিন পর এক অপরের সাথে দেখা করলাম, কথা বললাম। আর কিছু নয়। করোনার কারণে দীর্ঘদিন আমাদের নিজেদের মাঝে একটি গ্যাপ সৃষ্টি হয়েছিলো, বৈঠকের মাধ্যমে এ গ্যাপ পূরণ করা।
বৈঠকে উপস্থিত আরেক সাবেক সচিব বিজন কান্তি সরকার বলেন, আমরা অনেকদিন পর আমাদের ব্যাচের কলিগদের সাথে মিলিত হয়েছি। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হইনি বলে দাবি করে তিনি বলেন, কোন গুরুত্বপূর্ণ আলোচনা হলে গণমাধ্যমকে আমরা জানাতাম। আমাদের নিজস্ব এ বৈঠকে আমরা সাবেক আমলা ছাড়া কাউকেই বলিনি।
বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামস, সাবেক এসপি সোয়েব আহমেদ, সাবেক এসপি কাজী মোরতাজ, সাবেক অতিরিক্ত সচিব মসিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, বিএনপির উপদেষ্টার সাবেক সচিব বিজন কান্তি সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সুজা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ বৈঠক সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তবে তিনি বলেন, এ ধরনের অনানুষ্ঠানিক বৈঠক নিয়মিত হয়।
প্রেস উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদারও এ বিষয়ে কিছু জানেন না বলে ঢাকা টাইমসকে জানান।