৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

করোনার চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ২১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯২ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩৭২ জন এবং ঢাকার বাইরে ৩২০ জন চিকিৎসাধীন আছেন।

  • সংশ্লিষ্টরা বলছেন, করোনার চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। এখ‌ই মানুষের জীবন রক্ষায় সরকারকে ডেঙ্গু রোধে সর্বোচ্চ চেষ্টা শুরু করতে হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ৮৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে এক হাজার ৬৩৮ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ২১৩ জন।

এতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৯ হাজার ৯৯২ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩২ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ৪৫৭ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ হাজার ৯২৮ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ৭৭১ জন ও ঢাকার বাইরে ১৬ হাজার ১৫৭ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

সর্বশেষ নিউজ