৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

অপু বিশ্বাস বললেন, আগে খেলাধুলা বুঝতাম না, এখন বেশ.

বিনোদন প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম তারকা অপু বিশ্বাস। দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ‘বিউটি কুইন’ খ্যাত এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র।

সামনেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি তারকারও ফুটবল উন্মাদনায় কম যান না। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত এই নায়িকাও ফুটবল খেলা পছন্দ করেন।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ভক্ত এই নায়িকা। তবে তার একমাত্র ছেলে ‘জয়’ আর্জেন্টিনা সমর্থন করে। তিনি চ্যানেল 24 কে জানিয়েছেন তার ফুটবল সমর্থনের কথা। তিনি বলেন ‘যারা খেলা বোঝে এবং যারা ফুটবলপ্রেমী, আমি মনে করি তারা ব্রাজিল ছাড়া অন্য দলকে সমর্থন করবে না।’

তিনি আরও জানান, ‘একটি পরিবারে যদি দুইটি দলের সমর্থন না থাকে তাহলে খেলা দেখে মজা পাওয়া যায় না। উত্তেজনা টানটান হয় না। আমি আসলে দুই দলের সঙ্গেই, কিন্তু আমি আসলে ব্রাজিলকেই সমর্থন করি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার ছেলে জয় আর্জেন্টিনার সমর্থক। ও আসলে খেলা বোঝে না। সে বলে ‘মা, সবাই একটা বল নিয়ে কেন খেলছে? সবাইকে একটা একটা করে বল দিলেই তো হয়ে যায়।’

২০০৮ সালে নিজের ৭০টিরও বেশি ছবির নায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন নায়ক শাকিব খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির প্রথম সন্তান আব্রাম খান জয়ের। গোপন ছিল সে খবর। অবশেষে ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু ফাঁস করেন অপু বিশ্বাস। এর কয়েক মাস পরই অপুকে তালাকনামা ধরিয়ে দেন শাকিব খান।

সর্বশেষ নিউজ