১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

সমুদ্র নাই সাগর আছে

গজালা মাহমুদ
spot_img
spot_img

সমুদ্র নাই হাওর আছে, কাজল বলতে কালি,

জাহাজ ফেলে আসতে পারো নৌকা আমার খালি …

কাঠালপাতায় সংসার আছে চড়ুইভাতির খেলা

ঘরের ছাউনি বাঁধতে গিয়ে গড়িয়ে যাচ্ছে বেলা!

গড়িয়ে যাচ্ছে বৃষ্টি এলেই ঘরের ভেতর পানি

ডানে বায়ে অভাব আমার ভীষণ টানা টানি ।

একটা মায়ার চাদর, তাতে দুঃখের জোড়াতালি,

জাহাজ ফেলে আসতে পারো নৌকা আমার খালি …।

 

সর্বশেষ নিউজ