ইদানীং ফেসবুকে ঢুকিয়েই এই একটি পোষ্ট দেখতে পাওয়া যায়….যেখানে বলা আছে বাসর রাতে কোনো মেয়ে নাকি তার স্বামীকে সতিত্ব দিতে পারবে না..। মানলাম কোনো মেয়ে এটা পারবে না.. এখন আমার কথা হলো, কোনো মেয়ে তো পারবে না কিন্তু কোনো ছেলে কি তার বিয়ের রাতে বউকে এমন একজন স্বামীকে উপহার দিতে পারবে ..?
যে স্বামী বিয়ের আগে কোনো পার্কে যায় নি??,যে স্বামী বিয়ের আগে বান্ধবী নিয়ে ট্যুরে যায় নি..??
পারবে কি এমন একজন স্বামীকে উপহার দিতে যে কিনা বিয়ের আগে এমন গার্ল*ফ্রেন্ড নিয়ে চিপা*য় চা*পায় ল*টর ফ*টর করেনি…?
পারবে কি এমন একজন স্বামী তার বিয়ে করা নতুন বউয়ের সামনে এমন একজন স্বামীকে উপস্থিত করতে যেকিনা বিয়ের আগে কোনো নারীরর শরীর স্প*র্শ করেনি..?
জানি এর উত্তর নেই……
কারণ একটা পুরুষের স্প*র্শ ছাড়া একটা মেয়ের সতি*ত্ত্ব ন*ষ্ট হয় না কিন্তু সমাজে সমালোচনার মুখে মুখো*শধারি কাপু*রুষ গুলো আড়ালে থাকে আর যতো সমালোচনা করা হয় মেয়েদের নিয়ে..!!
যখন বাবার কাছে মেয়ে সেফটি থাকে না তখন কি করে সেই ন*রপি*চাস গুলো তুলশি পাতা হয়..?
রাস্তার পাশে হাজারো পাগ*লী মা হয় কিন্তু সেই বাচ্চার বাবা কেন কেউ হয় না..?
যখন দুই আড়াই বছরের বাচ্চা মেয়েরা ধ**র্ষিত হয় তখন সেই মেয়েটি কি সেচ্ছায় কোনো কাপুরুষের কাছে যায়..?
কোনো মেয়েকে খারাপ বলার আগে একজন সচেতন এবং বীর পুরুষের এটা ভাবা উচিত.. একটা ছেলের স্প*র্শ ছাড়া একটা মেয়ে খারাপ হতে পারে না!!
কোনো মেয়ের সতি*ত্ত্ব নিয়ে কথা তোলার আগে নিজে কেমন সে দিকে নজরদারি করো!!
আমি বলছি না যে,, সবাই খারাপ …. কিন্তু সবাই যে ধোয়া তুলসী পাতা সেটাও কিন্তু নয়….
ন্যায় নীতি আদর্শকে সামনে রেখে যদি সমালোচনা করতে না পার তাহলে…
নিজের মন গড়া সমালোচনা করার কোনো অধিকার নেই তোমার…