২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

ঢাকার ম্যানহোলে পড়ে আহত জার্মান উপ-রাষ্ট্রদূত 

নিজস্ব প্রতিবেদক
spot_img

 

রাজধানী ঢাকার গুলশানে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আহত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির উপ-রাষ্ট্রদূত ইয়ান ইয়ানোস্কি।

সোমবার (২১ নভেম্বর) হুইল চেয়ারে বসা অবস্থায় নিজের আঘাত পাওয়া পায়ের ছবি টুইটারে প্রকাশ করেন জার্মান কূটনীতিক। তবে কখন ওই দুর্ঘটনায় তিনি পড়েছিলেন, তা লেখেননি।

টুইটে ইয়ানোস্কি বলেন, “আমি ঢাকাকে পছন্দ করি, কিন্তু আমি সবসময় জানতাম, কোনো না কোনো সময় রাতের বেলা ঢাকনাবিহীন কোনো ম্যানহোলে পড়ে যাব। যদিও আমি সবসময় রাস্তায় চলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করি।”

‘ঢাকাইনএহুইলচেয়ার’ হ্যাশট্যাগ দিয়ে এই কূটনীতিক আরও লেখেন, “আমার জন্য প্রার্থনা করুন, যেন আমি বাংলাদেশ ঘুরে দেখার জন্য দ্রুত সুস্থ হতে উঠতে পারি।”

এদিকে এ ঘটনার পর টুইটারে সাড়া দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঘটনার তিনি ঘণ্টা পর তিনি জার্মান উপ-রাষ্ট্রদূতের কাছে দুঃখপ্রকাশ করে খোলা ম্যানহোলের অবস্থান জানতে চান।

মেয়র আতিকের উদ্দেশে ইয়ানোস্কি লিখেন, “আপনার প্রতিক্রিয়ায় অভিভূত। ওই জায়গাটি গুলশান-২ নম্বরের ৮০ নম্বর সড়কের ডান দিকটায়। নর্ডিক ক্লাবের কাছে, যেখানে সন্ধ্যায় অনেক বিদেশি হাঁটতে বের হন।”

এরপরই সেখানে লোক পাঠিয়ে ঢাকনা বসানোর ব্যবস্থা করেন মেয়র আতিক।

সর্বশেষ নিউজ