৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

হঠাৎ পিছটান পরিবহন মালিকদের, কুমিল্লায় বিএনপির সমাবেশের আগে ধর্মঘট হচ্ছে না ্

কুমিল্লা প্রতিনিধি
spot_img
spot_img

কুমিল্লায় অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় সমাবেশের আগে হচ্ছে না পরিবহন ধর্মঘট। এমনটাই জানিয়েছেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ।

যদিও এর আগে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশের আগে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল। আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করুক, তাই আমরা ধর্মঘটে যাচ্ছি না।

এদিকে পরিবহন ধর্মঘটের বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, এ পর্যন্ত যেখানেই সরকার সমর্থক পরিবহন নেতারা ধর্মঘট দিয়েছেন সেখানেই সমাবেশে লোক সমাগম আরও বেশি হয়েছে। শেষ পর্যন্ত পরিবহন নেতাদের শুভবুদ্ধি উদয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে সমাবেশ উপলক্ষে সকাল থেকে ৭২ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থ মঞ্চ তৈরি শুরু করেছেন ঢাকার নিপা ডেকোরেটরের কর্মীরা। এর কর্মী ফারুক হোসেন জানান, শুক্রবারের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে।

সর্বশেষ নিউজ