২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গভীর রাতে বাসা থেকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। ‌বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন দলের প্রেস উইংয়ের একজন সিনিয়র নেতা।

বিএনপির প্রেস উইংয়ের ওই নেতা বলেছেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের দুই শীর্ষ নেতাকে তাঁদের বাসা থেকে আটক করে নিয়ে যায়।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমকে উদ্ধৃত করে‌ প্রেস উইংয়ের শাহরুল কবির বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে জানায়, উচ্চ পর্যায়ের নির্দেশে তাঁরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছেন।

রাতে প্রায় এক‌ই সময়ে রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরা মির্জা আব্বাসকে আটক করে নিয়ে গেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

 

সর্বশেষ নিউজ