১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

তারেক-জোবায়দার অবৈধ সম্পদ কত?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়ান ইলেভেনের সময় মামলা করেছিল তাদের বিরুদ্ধে।

জানা যায়, ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। এরপর ২০০৮ সালে এই তিনজনের বিরুদ্ধে দাখিল করা হয় চার্জশিট।

দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই মামলায় তারেক রহমান দম্পতি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। এরপর ক্যান্টনমেন্ট থানার ওসিকে ১৯ জানুয়ারির মধ্যে তারেক ও জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে গত বছরের ১ নভেম্বর তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

সর্বশেষ নিউজ