৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

আরব আমিরাতে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ পেলেন ইসমাঈল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সংযুক্ত আরব আমিরাতে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রবাসী সাংবাদিক ইসমাঈল মোহাম্মদ।

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সন্মাননা দেওয়া হয়।

‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ সিজন-২ তে ফ্রন্ট লাইন সাংবাদিক হিসেবে এ সম্মাননা অর্জন করেন তিনি।

সন্মাননা তুলে দেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য ইলিয়াস কাঞ্চন ও পরাণ চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও করোনাকালীন সময় যারা মাঠের যোদ্ধা ছিলেন তাদের মধ্যে কয়েকজন প্রবাসীও কযেকজন রেমিট্যান্স যোদ্ধাও এই সম্মাননা পেয়েছেন।

রিয়েল হিরো’স অ্যাওয়ার্ড সিজন-২ এর আয়োজক ছিলেন মালা খন্দকার, রুবায়েত ফাতিমা টনি এবং জেইন প্রপার্টিজ (ইউএই) এর কর্ণধার জাহিদ হাসান।

অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান ছাড়াও অভিনেত্রী তমা মির্জাসহ বেশকয়েকজন শিল্পী কলাকৌশলী উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত ইসমাঈল মুহাম্মাদের বাড়ি ফেনী সদরের ফরহাদ নগর ইউনিয়নের কে.এম. ঘোনা গ্রামে। ২০০৯ সাল থেকে দুবাই বসবাস করছেন এবং সুইজারল্যান্ডভিত্তিক একটি কোম্পানিতে ভিসা এক্সপার্ট হিসেবে কর্মরত। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি আরব আমিরাত থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল আমিরাত সংবাদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও দেশের জাগো নিউজের আরব আমিরাত প্রতিনিধি।

সর্বশেষ নিউজ