বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।
এ সময় তারা জলকামান, এপিসি, প্রিজনভ্যানসহ ব্যাপক সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছেন।
তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি।
ডিএমপির ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুদার গণমাধ্যমকে বলেন, বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে আমরা ডিএমপির পর্যাপ্ত পুলিশ এবং আনসারবাহিনী রয়েছে। বিজিবিও প্রস্তুত রয়েছে।
(এইদিনএইসময়/২৯জুলাই/তাবী)