ইউক্রেনের শহর দিপ্রোতে শুক্রবার (২৮জুলাই) নিরাপত্তা বাহিনীর একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর; সিএনএন।
টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেছেন, শুক্রবার সকালে একটি বহুতল ভবন ও নিরাপত্তা বাহিনীর একটি ভবনে শত্রুপক্ষ আঘাত হেনেছে।এটিকে তিনি রাশিয়ার ক্ষেপণাস্ত্র সন্ত্রাস বলে উল্লেখ করেন।
ইউক্রেনের নেতা বলেন, তিনি অভ্যন্তরীণ মন্ত্রণালয়, জরুরি সেবা বিভাগ এবং সামরিক বিভাগের আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
এই হামলার জবাব দেওয়া হবে জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়াকে শাস্তি দিতে আমরা প্রয়োজনীয় সবকিছু করব।আমাদের জনগণের ওপর চালানো প্রতিটি সন্ত্রাসী হামলার যথাযথ জবাব দেওয়া হবে।
(এইদিনএইসময়/২৯জুলাই/তাবী)