২২ মার্চ ২০২৫, শনিবার

বিকালে জরুরী যৌথ সভা ডেকেছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে জরুরী সভা ডেকেছে আওয়ামী লীগ।

আজ শনিবার (২৯জুলাই) বিকাল সাড়ে চারটায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমে  এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগ-এর নির্ধারিত সংখ্যক নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যবৃন্দের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সগক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আরও উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবউদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।

(এইদিনএইসময়/২৯জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ