১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার

চুয়াডাঙ্গায় মাদক কারবারির কারাদণ্ড 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
spot_img
spot_img

চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ মুনছুর আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শনিবার সকালে মুনছুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মুনছুর আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মুনছুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার মৃত গোপাল শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মুনছুর আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির পাশ থেকে মুনছুর আলীকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুনছুর আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মুনছুর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(এইদিনএইসময়/২৯জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ