২২ মার্চ ২০২৫, শনিবার

মিরপুরে মৃদু উত্তেজনা, পুলিশ ও সরকারি দলের দখলে ছিল রাজপথ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সময় সময় উত্তেজনা, তল্লাশি ও ধরপাকড়ের মধ্যদিয়ে শেষ হয়েছে বিএনপিসহ সমমনা দলগুলোর শনিবারের কর্মসূচি। তবে মিরপুর, মাজার রোড, গাবতলী ও টেকনিক্যালসহ আশপাশের এলাকা ছিল পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গয় সংগঠনের নেতাকর্মীদের দখলে।

গাবতলীতে বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে অতর্কিত হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে বিএনপির বেশ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে ।

এছাড়া শ্যামলীতে পুলিশের গাড়ি ভেঙেছেন আন্দোলনকারীরা। মাজার রোডে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি থাকলেও একজন নেতাকর্মীকেও চোখে পড়েনি। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। সন্দেহ হলেই মাজার রোডের মোড় পেরিয়ে প্রধান সড়কে উঠতে দেওয়া হয়নি কাউকে। মোবাইল ফোন চেক করে অনেককে আটক করে থানায় নিয়ে যেতে দেখা গেছে।

বিভিন্ন সময় দফায় দফায় মিছিল করছেন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যুব মহিলালীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে লাটি সোটা হাতে ছিল। এক পর্যায়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে যুব মহিলা লীগের কর্মীরা মাজার রোড মোড়ে অবস্থান নিয়ে পাহারা দেন।

তবে মাঝে মাঝে মৃদু উত্তেজনা ছাড়া বড় কোন জমায়েত বা মারামারির ঘটনা ঘটেনি।

(এইদিনএইসময়/২৯জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ