১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার

রাস্তায় লুটিয়ে পড়ার পরও পেটানো হয় গয়েশ্বরকে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে আটক, গ্রেপ্তার, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ, গোলাগুলিসহ নানা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে ধোলাইখাল থেকে আটক করেছে পুলিশ।

আটকের সময় গয়েশ্বরকে পেটানো হয়। এ সময় গয়েশ্বর রাস্তায় লুটিয়ে পড়েন। কিন্তু লুটিয়ে পড়ার পরও তাকে পেটানো হয়।

গয়েশ্বরকে আটক না করার জন্য কয়েকজন নেতাকর্মী তাকে ঘিরে রাখেন। তাদেরও পুলিশ লাঠিপেটা শুরু করে। এসময় কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গয়েশ্বরকে পেছন থেকে একজন ধরে রাখেন। কিন্তু গয়েশ্বর পড়ে যান।

তিনি পড়ে যাওয়ার পরও কয়েকজন পুলিশ সদস্য গয়েশ্বরকে পেটাতেই থাকেন। পরে একজন পুলিশ কর্মকর্তা এসে অন্য পুলিশ সদস্যদের নিবৃত্ত করেন। এ সময় গয়েশ্বরের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। পরে তাকে সেখান থেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের জন্য গয়েশ্বরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

দুপুর ১টা ১০ মিনিটে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

(এইদিনএইসময়/২৯জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ