বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার ফের শীর্ষ ১০ এর মধ্যে ঘুরছে ঢাকা। ৯৯ স্কোর নিয়ে আজ রাজধানীর অবস্থান শীর্ষ দশ নম্বরে। বায়ুর এই মান ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এই তথ্য জানিয়েছে।
আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৬০। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে ১৩৭ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোরের পর শীর্ষ তিনে ১৩৬ স্কোর নিয়ে আছে চিলির সান্তিয়াগো। এছাড়া ১৩১ স্কোর নিয়ে শীর্ষ চারে কাতারের দোহা এবং পাঁচ নম্বরে ১২৬ স্কোর নিয়ে আছে মালয়েশিয়ার কুচিং।
রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। এখানকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা ভালো থাকে।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন ধুলো। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
(এইদিনএইসময়/৩০জুলাই/তাবী)