১৯ মার্চ ২০২৫, বুধবার

আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আগামীকাল সোমবারের (৩১ জুলাই) শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে দেওয়া হয়েছে বিকল্প কর্মসূচি।

রোববার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

তিনি জানান, শান্তি সমাবেশের বিকল্প কর্মসূচি হিসেবে আগামীকাল সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি আজও পালিত হবে বলে জানান তিনি।

শান্তি সমাবেশটি রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে হওয়ার কথা ছিল। ‘মাঠটি ব্যবহারের অনুপযোগী’ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গতকাল শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানিয়েছিলেন, সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

(এইদিনএইসময়/৩০জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ