২২ মার্চ ২০২৫, শনিবার

বিএনপি নেতা সালাম কারাগারে, চারজনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে শনিবার পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া চারজনকে একদিন করে রিমান্ড দিয়েছে আদালত।

রোববার আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, বিএনপি কর্মী কবির, সোহাগ গাজী ও মো. রিয়াজ উদ্দিন রাজু।

আদালতের সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রনপ কুমার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। অপর দিকে আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু আসামি আব্দুস সালামের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, বিএনপির সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান মিজান, সূত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি মো. জাবেদ কামাল রুবেল, সূত্রাপুর থানার নেতা মজিবুর রহমান, নুরুল আফসার ভূঁইয়া মাসুন, মনির হোসেন, মোখলেছুর রহমান, কাজী শাকিল আহম্মেদ, সৌরভ রাসেল, মো. কামরুল ইসলাম কামির, শাকিল আহমেদ ফয়সাল, হাসান খান প্রদীপ, শাহিন খন্দকার শাহিন, মানিক চন্দ্র দত্ত, মো. মনির হোসেন ব্যাপারী, সবুজ হোসেন ব্যাপারী ও আব্দুল কুদ্দুস মিয়া।

(এইদিনএইসময়/৩০জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ