৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের তথ্য নিয়ে কাজ করতে চাই: চাঁদপুরের এসপি

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, মাদক প্রতিরোধে চাঁদপুরে নতুন আঙ্গিকে পুলিশ কাজ করবে। প্রচলিত যে পদ্ধতি উৎস ভিত্তিক, সে পদ্ধতি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের তথ্য নিয়ে কাজ করতে চাই। কারণ উৎস কিংবা সোর্স যাই বলি না কেন, ওই ব্যক্তি কোন না কোনভাবে মাদক থেকে সুবিধা গ্রহণ করে। তথ্য দেয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি আমরা অধিকতর গুরুত্ব দেব। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বোচ্চ অবস্থানে থেকে কাজ করবে।

রবিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের যোগদান উপলক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও কাজ করেছেন বলে চাঁদপুর অনেকটা নিরাপদ। আমি আরো নিরাপদ করতে চাই। বাংলাদেশ পুলিশ মূলনীতি সামনে রেখেই কাজ করব। সেগুলো আক্ষরিক অর্থে রাখতে চাই না, তা বাস্তবায়ন করব। সামাজিক শৃঙ্খলা অক্ষুণ্ন রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক, অর্থনীতি ও সাংস্কৃতিক প্রগতিকে সামনে রেখে কাজ করব। গুজব সৃষ্টিকারীদের দমনে কাজ করা হবে। প্রতিটি বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে মতামত নেয়া হবে।

এসপি বলেন, কমিউনিটি পুলিশকে আরো গতিশীল করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি বিট পুলিশিংয়ের কাজ আরো গতিশীল করতে চাই। সমাজের সকলকে নিয়ে কাজ করতে চাই। সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করব।

এসপি বলেন, চাঁদাবাজের বিরুদ্ধের কোন অভিযোগ হলেই আমরা যথাযথ ব্যবস্থা নেব- সে যেই হোক না কেন। কিশোর গ্যাং এই সময়ের একটি সামাজিক সমস্যা। এ লক্ষ্যে আমাদের কিছু কর্ম পদ্ধতি রয়েছে। ট্রাফিক পুলিশ নিয়েও কাজ করতে চাই।

তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের উদ্দেশ্য প্রায় কাছাকাছি। মানুষের সেবা করা। সাংবাদিকদের তথ্য প্রাপ্তিতে কোন ধরণের সমস্যা হবে না। তথ্য সহজ করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তা প্রকাশ করা হবে। কোন গণমাধ্যমকর্মীকে আমরা ছোট করতে চাই না। সকলেই সমাজের জন্য কাজ করেন। নামি-বেনামি কিছু অনলাইন চালু হয়েছে, তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া ও সতর্কতা অবলম্বন করা হবে। আমরা সবাই মিলে নিরাপদ চাঁদপুর গঠন করতে চাই।

(এইদিনএইসময়/৩১জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ