২২ মার্চ ২০২৫, শনিবার

মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে গুলি, পুলিশসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ভারতের মহারাষ্ট্র প্রদেশে চলন্ত ট্রেনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মকর্তার গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।

সোমবার (৩১জুলাই)  সকালে প্রদেশের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে জয়পুর থেকে মুম্বাইগামী একটি ট্রেনে এ ঘটনা ঘটে।

গুলিতে নিহতদের মধ্যে ভারতীয় পুলিশের একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে চারজনকে গুলি করে হত্যা করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএএফ) একজন সদস্য। নিহতদের মধ্যে একজন পুলিশের সহকারী উপ-পরিদর্শক রয়েছে।রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘জয়পুর এক্সপ্রেস ট্রেনের (১২৯৫৬) ভেতরে গুলি চালানোর ঘটনায় এক এএসআই-সহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ডিসিপি উত্তর জিআরপিকে জানানো হয়েছে।’

ভারতের পশ্চিম রেলওয়ে জানিয়েছে, পালঘর স্টেশন অতিক্রম করার পরে আরপিএফ কনস্টেবল চেতন কুমার চৌধুরী চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভেতরে গুলি চালায় এবং চারজনকে হত্যা করার পর দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে লাফ দেয়। তবে সরকারি রেল পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় মীরা রোডে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কনস্টেবল চেতন কুমার চৌধুরী। ছবি: এনডিটিভি

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এএসআই টিকা রামের সঙ্গে হয়তো কোনো বিষয় নিয়ে বিবাদ হয়েছিল কনস্টেবল চেতন কুমারের। তারই জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর নেপথ্যে অন্য কোনো বিষয় আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: এএনআই, এনডিটিভি।

(এইদিনএইসময়/৩১জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ