২২ মার্চ ২০২৫, শনিবার

সাময়িক বন্ধ থাকবে ভোক্তা-অধিকারের কল সেন্টার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কারিগরি উন্নয়নের জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কল সেন্টার সাময়িক বন্ধ থাকবে।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে আতিয়া সুলতানা জানান, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অধিদফতরের ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন ১৬১২১ এর সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন সেবাটি (নম্বর: ১৬১২১) ২০২০ সালের ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে উদ্বোধন করা হয়।

 

(এইদিনএইসময়/৩১জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ