১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার

সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। সোমবার বিকাল তিনটায় আনুষ্ঠানিকভাবে জনসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরইমধ্যে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

এর আগে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের ২৩ শর্তের সঙ্গে নতুন আরও ৩টি শর্ত যোগ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

নতুন ৩ শর্ত হলো- সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না, আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

(এইদিনএইসময়/৩১জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ