২২ মার্চ ২০২৫, শনিবার

পেটে খেলে পিঠে সয়

প্রভাষ আমিন
spot_img
spot_img

রাজনীতি বলেন, ক্ষমতায় যাওয়া বা থাকা যাই বলেন; সবকিছুর উর্ধ্বে অর্থনীতি। পেটে খেলে পিঠে সয়। অর্থনীতি সচল থাকলে জনগণ কিছুটা নিশ্চিন্তে থাকতে পারে। এমনিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি এখন প্রবল চাপের মুখে আছে। মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে। এই সময় রাজপথ উত্তপ্ত হলে রাজনীতি অস্থিতিশীল হলে; তার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।

কর্মদিবসে বড় কর্মসূচি থাকলে ভয়ে স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়, শেয়ারবাজারের সূচক কমে যায়, রাস্তাঘাট তো বটেই স্থবির হয়ে যায় অর্থনীতিও। অর্থনীতিতে যত নেতিবাচক প্রভাবই পড়ুক, মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার তো আর স্থগিত থাকবে না। মানুষ মানবাধিকারের কথা বলবে, ভোটাধিকারের কথা বলবে, রাজপথে চিৎকার করে বলবে। তবে জনগণের ভালো করাটাই যদি রাজনীতির মূল লক্ষ্য হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর উচিত আন্দোলনের পাশাপাশি জনগণের কথাও বিবেচনায় রাখা।

কর্মসূচি বন্ধ করা নয়, অন্তত ক্ষতি যতটা কমিয়ে রাখা যায়, সেটা মাথায় রাখা। এমন কর্মসূচি দেয়া যাতে জনগণের দুর্ভোগ কম হয়। অন্তত কর্মদিবসে কর্মসূচি না দেয়ার যে রেওয়াজ গড়ে উঠেছিল, সেটা যেন বজায় থাকে।

লেখক: সাংবাদিক

সর্বশেষ নিউজ