২২ মার্চ ২০২৫, শনিবার

সিইসির সঙ্গে বৈঠকে বসবেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাত করতে যাবেন রাষ্ট্রদূত।

জানা গেছে, সকাল সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে সিইসির সঙ্গে সাক্ষাত করতে যাবেন বাংলাদেশে নিযুক্ত এই রাষ্ট্রদূত। তবে কি ইস্যুতে তিনি সাক্ষাত করতে যাবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী সংসদ নির্বাচন ইস্যুতে কথা হতে পারে।

উল্লেখ্য, এর আগে, গত ৮ জুন সিইসির সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস। ওই বৈঠক শেষে বাংলাদেশে আগামী নির্বাচন ইস্যুতে তার দেশের অবস্থান জানিয়েছিলেন পিটার হাস।

ওই সময় তিনি সাংবাদিকদের যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছিলেন।

সেই নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই, এমনটা জানিয়ে রাষ্ট্রদূত পিটার ডি হাস তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবেন।

(এইদিনএইসময়/১আগস্ট/তাবী)

সর্বশেষ নিউজ