গাছ লাগিয়ে যত্ম করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার(১আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বঙ্গমঞ্চ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। পরে বৃক্ষমেলা পরিদর্শন করেন অতিথিরা। বৃক্ষমেলা মোট ২৫টি স্টলে বিভিন্ন জাতের গাছ স্থান পাই।
এর আগে সকাল ফিতা কেটে এক বণাঢ্য র্যালীর করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা সহকারী বন সংরক্ষক মেহদীজ্জামানসহ অন্যান্যে।
এসময় বক্তারা বলেন, বৃক্ষরোপন করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। প্রত্যেককে কম পক্ষে তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
(এইদিনএইসময়/১আগস্ট/তাবী)